বার্তা৭১ ডটকম : বিদ্যুতের দাম আরেক দফা বাড়ছে। এ লক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুতের দাম ৫ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে।
পিডিবির বিদ্যুতের বর্তমান মূল্যহার ৪ দশমিক ৮৪ শতাংশ বাড়ালে প্রতিষ্ঠানটির পক্ষে লোকসান থেকে উঠে আসা সম্ভব হতে পারে বলে মনে করছে মূল্যায়ন কমিটি।
সর্বশেষ গত ১ সেপ্টেম্বর থেকে বিদ্যুতের দাম খুচরা পর্যায়ে প্রায় ১৫ শতাংশ এবং পাইকারিতে ১৭ শতাংশ বাড়ানো হয়।