বার্তা৭১ ডটকম : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের একটি নিজস্ব গতিধারা রয়েছে এবং আমাদের দলটি সেভাবেই চলে, কারো ‘ফর্মুলায়’ নয়।
অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খানের চার দফা প্রস্তাব দেয়ার পর দিন শেখ হাসিনা গণভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাপকালে বলেন, কেউ কেউ আজকাল ফর্মুলা দেন। ব্যর্থ লোকদের ফর্মুলা দিয়ে তো আর গণতন্ত্র সুরক্ষিত হবে না।
রবিবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মীদের অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগের নিজেস্ব গতিধারা আছে। তা দিয়েই আওয়ামী লীগ চলবে।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা দলীয় সভাপতি হিসাবে পুনর্নির্বাচিত হওয়ায় দলের সাংগঠনিক জেলার নেতারা তাকে অভিনন্দন জানাতে সকালে গণভবনে গেলে প্রধানমন্ত্রী বলেন, অনেক মোটা-তাজা মানুষই তো দল করতে ব্যর্থ হয়েছেন। যারা দল করতে পারেনি, আমরা তাদের ফর্মুলা চাই না।
যে সব জেলায় আওয়ামী লীগের সম্মেলন হয়নি, সেগুলোতে দুই মাসের মধ্যে সম্মেলন করার আহবান জানান দলীয় সভাপতি।
তিনি বলেন, সম্মেলনের কাজ যেন দ্রুত শেষ হয়।… আমরা নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছি।
নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসাবে তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় করা হবে বলেও শেখ হাসিনা জানান
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান শনিবার এক অনুষ্ঠানে বলেছেন, ক্ষমতাসীন ও বিরোধী দল যদি ১৯৯৬ সালের মতো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে সমঝোতায় আসে, তাহলে সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ বা নির্দেশনা চাইতে পারেন বলে মত দেন আকবর আলি।
এছাড়া ক্ষমতাসীন ও বিরোধী দলের প্রধানসহ সাংসদদের মধ্য থেকে পাঁচজন করে ১০ জনকে নিয়ে অন্তবর্তী সরকারের মন্ত্রিসভা গঠনেরও প্রস্তাব দেন তিনি।