বার্তা৭১ ডটকমঃ এবার সালমানের মন রাখেতে মন ভাঙ্গলেন আমিরের। বলিউডের তিন খানকে নিজের অভিনয়ের অন্যতম আদর্শ মানেন কারিনা কাপুর। আমির খান, সালমান খান ও শাহরুখ খানের বিপরীতে ইতিমধ্যে অভিনয় করে নিজের স্বপ্ন পূরণ করেছেন এ অভিনেত্রী। সম্প্রতি আমির ও কারিনা জুটির ‘তালাশ’ ছবিটি মুক্তি পেয়েছে। অন্যদিকে সালমান খান অভিনীত ‘দাবাং-২’ ছবির ‘ফেভিকল’ শীর্ষক
আইটেম গানে পারফর্ম করেছেন কারিনা। এ গানটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হয়ে ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। কিন্তু সম্প্রতি একটি অবাক করা ঘটনা ঘটিয়েছেন কারিনা। সালমান খানের মন রক্ষা করতে গিয়ে আমির খানের মন ভাঙলেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া আমিরের ‘তালাশ’ ছবির প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কারিনা। ব্যাপারটি অবাক করার মতো হলেও সত্যি। এ ছবির প্রিমিয়ারে আমির, রানীসহ অন্যরা উপস্থিত থাকলেও কারিনা ছিলেন না। বরং আমিরের এ অনুষ্ঠানে উপস্থিত না থেকে কারিনা সোজা চলে যান সালমান খানের উপস্থাপনার ‘বিগ বস’ রিয়্যালিটি শোর সেটে। এই শোর নতুন পর্বের শুটিংয়ে অংশ নেন কারিনা। এখানে ‘দাবাং-২’ ছবির প্রচারণায় অংশ নেন তিনি। এদিকে ‘তালাশ’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে সবাই কারিনার অপেক্ষা করলেও শেষ পর্যন্ত এক মুহূর্তের জন্যও উপস্থিত হননি তিনি। জানা গেছে, সালমানকে আগে থেকেই ওয়াদা করে রেখেছিলেন কারিনা। আর সে কারণেই ‘তালাশ’-এর প্রিমিয়াারে উপস্থিত থাকেননি তিনি। এ বিষয়ে কারিনার সাফ ভাষ্য হলো, আসলে আমি অসুস্থবোধ করছিলাম আগে থেকেই। তাই প্রিমিয়ারে উপস্থিত থাকতে পারিনি। আর সালমানের ‘বিগ বস’-এ অংশ নেয়ার কথা আগে থেকেই ছিল