বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন আজ। এর আগে গত ১৮ ডিসেম্বর উভয় দলের ১৫ সদস্যবিশিষ্ট প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বড় এ নির্বাচনে আওয়ামী-বাম সমর্থিত নীলদল ও বিএনপি-জামায়াত সমর্থিত সাদাদল প্রতিদ্বন্দ্বিতা করবে।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাব ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে নীলদলের প্রধান প্রার্থীরা হলেন- সভাপতি পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক পদে ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারাবিলিটি স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. হাসিবুর রশিদ, যুগ্ম সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়াইর রহমান।
সাদাদলের প্রধান প্রার্থীরা হলেন- সভাপতি পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. ডাজমেরী এসএ ইসলাম, সহ-সভাপতি পদে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক আলী আহসান, যগ্ম সম্পাদক পদে ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
এদিকে নীলদলের যুগ্ম আহ্বায়ক ও টেলিভিশন ও ফিল্ম স্টাডিস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া সবকটি পদে জেতার প্রত্যাশা ব্যক্ত করে বাংলামেইলকে বলেন, ‘আমরা সব কয়টি পদে সংখ্যাগরিষ্ঠতা পাব বলে শতভাগ আশাবাদী।’
অপরদিকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সাদাদলের আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন নির্বাচনে ভালো ফলাফল আশা করছেন। তিনি বাংলামেইলকে বলেন, ‘আশা করছি শিক্ষক সমিতির নির্বাচনে সাদাদল গতবারের চেয়ে এবার বেশি পদ পাবে।’
উল্লেখ্য, ২০১১ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত শিক্ষক সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদেই জয়ী হয় আওয়ামী-বাম সমর্থিত নীলদল।