চিকিৎসকরা জানান, তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দেশটির পররাষ্ট্র দফতর জানায়, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অসুস্থতার কারণে সংজ্ঞা হারিয়ে পড়ে গিয়েছিলেন ৬৫ বছর বয়েসি হিলারি। সে সময়ের মাথায় আঘাত থেকেই রক্ত জমাট বাঁধার মতো জটিলতার সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হিলারির মুখপাত্র ফিলিপ রেইনেস বলেন, “ মাথায় আঘাতের বিষয়টির চেকআপ করাতে গিয়েই রোববার এক পরীক্ষায় রক্ত জমাট বাঁধার বিষয়টি ধরা পড়ে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সে সময় বলা হয়েছিল, পেটের পীড়ায় আক্রান্ত হিলারি দুর্বলতার কারণে সংজ্ঞা হারিয়েছিলেন। অসুস্থতার কারণে সে সময় তার মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা সফর বাতিল করা হয়।”
প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম মেয়াদে ২০০৯ সালে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ পান ডেমোক্র্যাট সিনেটর হিলারি ক্লিনটন। এই দায়িত্বে গত প্রায় চার বছরে মোট ১১২টি দেশ সফর করেছেন তিনি। এ কারণে গণমাধ্যমে তাকে সবচেয়ে বেশি বিদেশ ভ্রমণকারী পররাষ্ট্রমন্ত্রীও বলা হয়েছে কখনো কখনো।
গত সেপ্টেম্বরে লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্র দূতাবাসে হামলার ঘটনা নিয়ে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেস কমিটির শুনানিতে হাজির হওয়ার কথা ছিল হিলারি ক্লিনটনের। বেনগাজির ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ চারজনের মৃত্যুর পর দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে এবং হিলারিও সমালোচিত হন। সূত্র: বিবিসি