ঢাকা, ৩১ ডিসেম্বর (বার্তা৭১ ডটকম) : নিবন্ধন পেতে নতুন করে ২৫টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। আবেদনের শেষ দিন ছিল সোমবার। এছাড়া কয়েকটি দল নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করার জন্য আবেদন করলেও ইসি বলছে, নিবন্ধন পেতে আর সময় বাড়ানো হবে না।
সেপ্টেম্বরে অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দিতে পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) অনুযায়ী, রাজনৈতিক দলের নিবন্ধন পেতে হলে দলটির কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে এবং একটি কেন্দ্রীয় কমিটি থাকতে হবে। একইসঙ্গে দেশের অন্তত এক-তৃতীয়াংশ জেলায় তাদের দলীয় কার্যালয় এবং অন্তত একশ’ উপজেলায় দুইশ’ জন করে সদস্য থাকতে হবে- যারা ওই এলাকার ভোটার।
এছাড়া একটি দলকে দেশ স্বাধীন হওয়ার পর যে কোনো নির্বাচনে অন্তত একটি সংসদীয় আসন পেতে হবে অথবা যে কোনো একটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ওই আসনে প্রদত্ত মোট ভোটের ৫ শতাংশ ভোট পেতে হবে অথবা দলের একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে। দেশের অন্তত এক-তৃতীয়াংশ (২১টি) প্রশাসনিক জেলায় কার্যকর জেলা কমিটি থাকতে হবে এবং অন্তত ১০০ উপজেলা অথবা মেট্রোপলিটন থানায় প্রতিটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের প্রামাণিক দলিল থাকতে হবে।
সোমবার আবেদনের শেষ দিন পর্যন্ত ইসিতে মোট ২৭টি রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করে। দলগুলো হচ্ছে- বাংলাদেশ মুসলিম লীগ, গণঅধিকার পার্টি, পিপলস ডেমক্রেটিক পার্টি, নিউ সংসদ লীগ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, গণসেবা আন্দোলন, বাংলাদেশ জনতা দল, বাংলাদেশ ইসলামিক পার্টি, বাংলাদেশ ডেমক্রেটিক পার্টি, বাংলাদেশ পিপলস লীগ, গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্ট, মুক্ত রাজনৈতিক আন্দোলন, গণশক্তি দল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ, বাংলাদেশ তৃণমূল লীগ, বাংলাদেশ প্রবাসী দল, জাতীয় মুক্তিযোদ্ধা গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট, পাবলিক পার্টি, সম্মিলিত গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ইসলামিক পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলাম পার্টি, মাতৃভূমি দল বাংলাদেশ, জনগণতান্ত্রিক দল, বাংলাদেশ গণঅধিকার দল ও বাংলাদেশ বামফ্রন্ট।
আবেদনকারী দলগুলোর সার্বিক তথ্য যাচাই-বাচাই শেষে ফেব্রুয়ারিতে দলগুলোর নিবন্ধন দেয়া হবে।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, যেসব দল নিবন্ধনের আবেদন করেছে তাদের তথ্য যাচাই-বাচাই করে দেখবো আমরা।
তিনি বলেন, যারা সব চাহিদা পূরণ করবে তাদের নিবন্ধন দেয়া হবে। যেহেতু সময় কম, সেহেতু নিবন্ধনে আর সময় বাড়ানো হবে না বলেও তিনি জানান।