ঢাকা, ৩১ ডিসেম্বর ( বার্তা৭১ ডটকম) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর মাহবুব ই সাত্তারের স্ত্রী এডভোকেট রওশন আরা আক্তার (৬০) কে শ্বাসরোধে হত্যা করেছে ডাকাত দল।
সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনের ৩ নম্বর ব্লকের ৩ নম্বর রোডের শেলটেকের ৩/সি ফ্ল্যাটে ডাকাতিকালে বাধা দিলে তাকে হত্যা করা হয়।
নিহতের দেবর হিল্লোল জানান, সকাল ১০টার পরে যেকোনো সময়ে ডাকাতরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে। ১১টার দিকে আমরা ফ্ল্যাটে গিয়ে ভাবির লাশ শনাক্ত করি। এরপর পুলিশে খবর দেই।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন বার্তা ৭১ কে জানান, ডাকাতিকালে বাধা দেয়ায় এডভোকেট রওশনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে ভবনের দুই নিরাপত্তা প্রহরী পলাতক রয়েছে।
তবে লুট হওয়া নগদ টাকা ও দ্রব্য সামগ্রীর সঠিক হিসাব এখনো জানা যায়নি বলে জানিয়েছেন ওসি সালাউদ্দিন।
দুপুর ১টার দিকে মিরপুর থানার উপ-পরিদর্শক মো. রফিক লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে বিকাল সাড়ে ৩টার দিকে সেখান থেকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
নিহত রওশন আরার গ্রামের বাড়ি রাজশাহীর ময়েশ্বরে। তার একমাত্র মেয়ে ডা. রেজওয়ানা সুলতানা নিপা।
এদিকে নিহতের লাশ দেখতে বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আআমস আরেফিন সিদ্দিকী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।
নিহতের স্বামী মাহবুব ই সাত্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিই’র প্রফেসর ছিলেন।