ঢাকা, ৩১ ডিসেম্বর (বার্তা৭১ ডটকম) : রাজধানীর ফার্মগেট পার্ক এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ শীতবস্ত্র বিতরণ করেছেন।
রবিবার মধ্যরাতে ফার্মগেট পার্ক এলাকায় গরিব ও দুস্থদের মাঝে ৩৫০টি কম্বল বিতরণ করেন ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল জলিল, অতিঃপুলিশ কমিশনার মোহা. আব্দুল জলিল মন্ডল, অতিঃ পুলিশ কমিশনার মিলি বিশ্বাস, জয়েন্ট কমিশনার মো. শাহাব উদ্দীন কোরেশী, জয়েন্ট কমিশনার মো. আব্দুল্লাহ আল মাহমুদ বিপিএম ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুলিশ কমিশনার তার বক্তব্যে শীতার্তদের সাহায্যার্থে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
তিনি বলেন, অনেক বিত্তশালী আছেন, যারা শীতবস্ত্র বিতরণে বিড়ম্বনার কারণে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। এমন সম্মানিত বিত্তশালীরা ঢাকা মেট্রোপলিটন পুলিশকে শীতবস্ত্র প্রদান করলে আমরা তার পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করব। প্রয়োজনীয় ক্ষেত্রে যাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে তাদের নাম-ঠিকানা সংশ্লিষ্ট ব্যক্তিকে সরবরাহ করা হবে।
তিনি আরও জানান যে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রত্যেকটি ক্রাইম বিভাগ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের এ কার্যক্রম অব্যাহত থাকবে।