বিনোদন করেসপন্ডেন্ট,(বার্তা৭১ ডটকম ):
থার্টিফার্স্ট নাইট উদযাপন ও নতুন বছর বরণ করতে রাজধানীর পাঁচতারকা হোটেলসহ অভিজাত পাড়ায় চলছে ব্যাপক আয়োজন। দেশি–বিদেশি ডিজেসহ এসব অনুষ্ঠানে বাড়তি আনন্দ দিতে থাকছে বিভিন্ন দেশের আইটেম গার্ল। হোটেল রেডিসন, রূপসী বাংলা, সোনারগাঁ, ওয়েস্টিন, রিজেন্সি ও লেকশোরে পারফর্ম করবেন তারা। তাদের নাচ ও গানের সঙ্গে থাকছে এদেশীয় আইটেম গার্ল ও ডিজেদের মোহনীয় পারফরমেন্সের হাতছানি। থাকছে ফ্যাশন শো, আইটেম ড্যান্স ও লাইভ মিউজিক কনসার্ট।
হোটেল রেডিসন (রেড ভিনটেজ)
আর্ন্তজাতিকমানের পাঁচতারা হোটেল রেডিসন থার্টিফার্স্ট নাইটে সেরা আয়োজন করেছে। রেড ভিনটেজ নামে আয়োজক প্রতিষ্ঠানটি বাংলামেইলকে জানিয়েছে, হোটেলের উৎসব হলে থার্টিফার্স্ট নাইটের জমকালো আয়োজন করা হয়েছে। ভিনটেজের আয়োজনে পার্টি মাতাতে এসেছেন ফিলিপিনো ড্যান্সার ও সিঙ্গার। এদের বাইরে আরও থাকছে দেশীয় ফ্যাশন শো ও অ্যাঞ্জেলস টিমের চোখ-ধাঁধানো নাচ। ডিজে, ফ্যাশন শো, বেলি ড্যান্স, লেজার শো, লাইভ কনসার্ট আর আইটেম গার্লদের ড্যান্সে ভরপুর আয়োজনের টিকেটের দাম রাখা হয়েছে যথাক্রমে- ৪ হাজার, ৬ হাজার ও ১০ হাজার টাকা।
সোনারগাঁও (রূপকথা)
রূপকথা ইভেন্ট নামে একটি প্রতিষ্ঠান হোটেল সোনারগাঁওয়ে থার্টিফার্স্ট নাইটের বিশেষ আয়োজন করেছে। দেশীয় ডিজে, মডেল, অভিনেতা–অভিনেত্রী শিল্পী আর আইটেম গার্লদের ড্যান্সসহ থাকছে আনন্দের নানা আয়োজন। সাড়ে ৩ হাজার টাকার এক টিকিটেই সব কিছু উপভোগ করতে পারবেন হোটেলে আগতরা।
রূপসী বাংলা (ফেরারী)
থার্টিফার্স্ট নাইট উদযাপন ও নতুন বছরকে বরণ করে নিতে রূপসী বাংলা হোটেলে থাকছে নানা আয়োজন। ফেরারী নামে একটি ইভেন্ট প্রতিষ্ঠান এ আয়োজন করেছে। বাংলাদেশের নামী ডিজে সোনিকা, প্রিন্স এখানে ডিজে প্লে করবেন। সেই সঙ্গে থাকছে বিদেশি আইর্টেম গার্লদের ডিজের তালে তালে নানা দেশীয় ড্যান্স।
ফেরারী শোবিজের ফাহাদ বার্তা ৭১ কে জানান, ‘থার্টিফার্স্ট নাইট আইস ব্রিজ’ শিরোনামে উৎসবের আয়োজন সম্পন্ন করা হয়েছে। এতে থাকছে ফায়ার প্লে, ফ্যাশন শো, লাইভ মিউজিক ও ডিজে। দেশের সেরা ডিজে প্রিন্স, ডিজে সোনিকা ও ডিজে রাতুল পারফর্ম করবেন।
সিঙ্গেল ৩ হাজার ও কাপল ৬ হাজার টাকায় মিলবে এন্ট্রি ফি। সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত টানা চলবে আনন্দ অনুষ্ঠান।
হোটেল রিজেন্সি (টেমটেশন)
ঢাকার খিলক্ষেতের নামকরা হোটেল রিজেন্সিতে আনন্দ আয়োজন করেছে টেমটেশন। এখানে রাতভর থাকছে ডিজে, ফ্যাশন শো, বেলি ড্যান্স, লেজার শো, লাইভ কনসার্ট আর আইটেম গার্লদের ড্যান্স। টেমটেশন টিকিটের দাম রেখেছে ৪ হাজার ও ৬ হাজার টাকা।
এছাড়া চলতি মাস শুরুর আগেই সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজারের মতো পর্যটন এলাকায় বাঁধনহারা উন্মাদনার রাত কাটাতে হোটেল রুম বুকিং দিয়েছেন অনেকে। আনন্দের স্রোতে হারিয়ে যেতে বসে নেই রাজধানীর অভিজাত এলাকার তরুণ-তরুণীরাও। বাসা-বাড়ির ছাদে ছাদে গ্রুপভিত্তিক পার্টির আয়েজানে ব্যস্ত সময় কাটাচ্ছে তারা।
বিভিন্ন রেস্টুরেন্ট, খোলা মাঠ ও ক্লাবেও চলছে প্রস্তুতি। ডিস্কো, ডিজে, হট ড্যান্স, সাম্বা, ফায়ার প্লে ও লেজার শোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে গুলশান-বনানীর মতো অভিজাত এলাকায়। এছাড়া ২০১৩ সালকে বরণ করতে প্রস্তুত ঢাকা, উত্তরা ও গুলশান ক্লাবও।