ঢাকা, ১ জানুয়ারি: শুভ নববর্ষ। স্বাগত ২০১৩। নতুন বছরের নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। মহাকালের অমোঘ ধারায় আরো একটি নতুন বছরের সূচনা হলো আজ। এ উপলক্ষে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা শুভেচ্ছা বাণী দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বন্ধুরা পরস্পরকে শুভেচ্ছা জানাচ্ছেন। গণমাধ্যমগুলো নতুন বছরকে বরণ করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এদিকে বিশ্ববিদ্যায়গুলোতে নতুন বছর উপলক্ষে চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
সব দেশেই নববর্ষ পালন করা হয়। চেক প্রজাতন্ত্র, ইতালি ও ইংল্যান্ডে নববর্ষ পালনে পহেলা জানুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়। অধিকাংশ দেশে নববর্ষ পালন করা হয় গ্রেগরীয় দিনপঞ্জির হিসাব অনুযায়ী পহেলা জানুয়ারি। রোমান ক্যালেন্ডার অনুযায়ী একইদিন নববর্ষ পালন করা হয়।
১৭৫১ সাল নাগাদ ওয়েলস ও ইংল্যান্ডে নববর্ষ পালন করা হতো ২৫ মার্চ। ১৬০০ সালে স্কটল্যান্ডে প্রথম নববর্ষকে ২৫ মার্চ থেকে পহেলা জানুয়ারিতে পরিবর্তন করা হয়। সেই ধারাবাহিকতা আজো অক্ষুণ্ন রয়েছে।