শিক্ষাবিদ, প্রকৌশলী, গবেষক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য পদে যোগ দিয়েছেন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি ওই পদে যোগ দেন।
এর আগে তিনি দীর্ঘদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বিশ্বব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০১০ সালে জামিলুর রেজা চৌধুরী ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি একমাত্র বাংলাদেশি, যিনি যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল বিষয়ের ওপর এ ধরনের ডিগ্রি পেয়েছেন।
জামিলুর রেজা চৌধুরী গণিত ও অলিম্পিয়াড কমিটির প্রেসিডেন্ট।
এ ছাড়া জামিলুর রেজা চৌধুরী শেলেটক্ পুরস্কার, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন স্বর্ণপদক, ড. রশিদ স্বর্ণপদক, রোটারি সিড অ্যাওয়ার্ড, লায়ন্স ইন্টারন্যাশনাল স্বর্ণপদকে ভূষিত হন।