চাঁদপুর, ০১ জানুয়ারি (বার্তা৭১ ডটকম) :ঘন কুয়াশার মধ্যে চাঁদপুরের হরিণা ফেরিঘাটে ট্রলার ডুবিতে কমপক্ষে পাঁচ শ্রমিকের মৃত্যু এবং আরো চার জন নিখোঁজ রয়েছেন। ফেরিঘাটে পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে মাটি-বালুবাহী ট্রলারটি ডুবে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রলারটি দুর্ঘটনায় কবলিত হয়। তাৎক্ষণিভাবে নিখোঁজ শ্রমিকদের পরিচয় জানা যায়নি। মালবাহী এই ট্রলারটিতে ৫২ শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জনায়, মঙ্গলবার ভোরে বলগেট এপিএস-২ বালু বোঝাই ট্রলারটি নোয়াখালীর কুদালখালী থেকে ভক্তপুর যাচ্ছিল। ঘাট এলাকায় ট্রলারটি ঘন কুয়াশার কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাছ ধরার একটি ট্রলার ও পন্টুনের সঙ্গে ধাক্কা খায়।
আহতদের মধ্যে আবদুল কুদ্দুস(৩৫) ও রতনের (২৮) অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর পরই উদ্ধার অভিযান শুরু হয়। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে ছুটে যায়।