বার্তা৭১ ডটকমঃ আইভরি কোস্টের প্রধান শহর আবিদজানে নববষের্র অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ৬০ জনের মৃত্যু এবং ২৫০ জনের মতো আহত হয়েছেন।
মঙ্গলবার প্রথম প্রহরে দেশটির বাণিজ্যিক রাজধানী আবিদজানের একটি স্টেডিয়ামের কাছে বর্ষবরণের কনসার্ট ও আতশবাজি দেখতে গিয়ে নিহত হন তারা।
তবে ঠিক কী কারণে সেখানে হুড়োহুড়ি শুরু হয়েছিল, তা স্পষ্ট নয়।
নিহতদের মধ্যে বহু শিশু রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।