বার্তা৭১ ডটকমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ সরকার ব্যবসাবান্ধব সরকার। ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে দেয়াই আমাদের মূল দায়িত্ব।
এ সরকার ক্ষমতার আসার পর থেকেই ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে মনোযোগ দেয়। আর এ কারণে আমরা রপ্তানির পরিমাণ ১৪ বিলিয়ন ডলার থেকে ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারে উন্নীত করতে সক্ষম হয়েছি।
মঙ্গলবার সকালে ১৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দেশি-বিদেশি প্যাভিলিয়ন-স্টলের অংশ গ্রহণে মাসব্যাপী এ মেলা শুরু হলো। বাংলাদেশ ছাড়াও এতে ১২টি দেশ অংশ নিয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
অনলাইন শপিং হচ্ছে এবারের মেলার মূল আকর্ষণ। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় আরো বলেছেন, নতুন বিভাগ রংপুরসহ সাতটি বিভাগেই আমরা শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা করেছি। তিনি বলেন, আমরা দেশি-বিদেশি সব ব্যবসায়ীকে বিনিয়োগে উৎসাহিত করছি। বিশেষ করে, দেশি ব্যবসায়ীদের উৎসাহিত করছি। তারা পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করবেন, এতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে আমরা শুল্কমুক্ত রপ্তানি চুক্তি করেছি। সরকার আরো নতুন দেশ ও নতুন বাজার খুঁজে বের করার চেষ্টা করছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জিএম কাদেরসহ বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এবারের মেলায় অংশ নেয়া দেশগুলো হলো দক্ষিণ কোরিয়া, হংকং, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভারত, তুরস্ক, পাকিস্তান, চীন, সংযুক্ত আরব আমিরাত, ইরান, জাপান ও থাইল্যান্ড। মেলায় আসা ক্রেতাদের জন্য এবার ভেতরে থাকছে ৬টি রেস্তোরাঁ। এবারের মেলায় টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।