বার্তা৭১ ডটকমঃ গেল বছরটিতে ‘ককটেল’ ছবির মাধ্যমে বেশ আলোচিত ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়-কোন। ব্যাপক খোলামেলা হয়ে ক্যামেরাবন্দি হওয়ার পাশাপাশি এ ছবিতে তিনি দুর্দান্ত অভিনয়শৈলী দেখান। সে কারণে একটি ছবির মাধ্যমেই পুরো বছরজুড়েই আলোচিত ছিলেন দীপিকা। তবে ২০১৩-তে দীপিকা অভিনীত অন্তত পাঁচটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। এর মধ্যে বছরের প্রথম ভাগেই মুক্তি পাবে ‘রেস-২’ এবং রজনীকান্তের বিপরীতে অভিনয় করা একটি ছবি। বছরের শুরুতেই ইতিমধ্যে ‘রেস-২’-এর মাধ্যমে দারুণ আলোচনায় চলে এসেছেন দীপিকা। এর আগে ‘রেস’ ছবির মূল নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন বিপাশা বসু। কিন্তু এবার বিপাশা নেই। প্রধান ভূমিকায় রয়েছেন দীপিকা। এছাড়াও অভিনয় করেছেন সাইফ আলী খান, আমিশা প্যাটেল প্রমুখ। সাম্প্রতিক সময়ে এ ছবির প্রমো ও গান প্রচার হয়ে ব্যাপক আলোচিত হচ্ছেন দীপিকা। এদিকে বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সর্বোচ্চ পারিশ্রমিক নেয়ার পরও বর্তমানে সবচেয়ে বেশি বিজ্ঞাপনের কাজ দীপিকার হাতে। এই জানুয়ারিতেই কমপক্ষে পাঁচটি বিজ্ঞাপনের কাজ তিনি করতে যাচ্ছেন। এই মাসের পরে দীপিকা ধারাবাহিকভাবে কাজ করবেন আরও ১৫টি বিজ্ঞাপনে। বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি পাচ্ছেন ৬ কোটি রুপি, যা বলিউড অভিনেত্রীদের ক্ষেত্রে সর্বোচ্চ। অন্যদিকে ছবির পারিশ্রমিকের দিক দিয়েও অন্য অনেকের চেয়ে এগিয়ে রয়েছেন দীপিকা। সব মিলিয়ে এই বছরে বলিউডের শীর্ষ আয়ের অভিনেত্রী হিসেবে তিনি আবির্ভূত হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে আপাতত কারও সঙ্গেই প্রেমের সম্পর্ক নেই দীপিকা পাড়-কোনের। এ জাতীয় সম্পর্কে না গিয়ে কাজকেই বেশি প্রাধান্য দিচ্ছেন তিনি। অন্যদিকে চলতি মাসের জুলাই পর্যন্ত নতুন কোন চলচ্চিত্রের জন্য শিডিউল নেই দীপিকার। এ সময়টায় তিনি দেশ এবং দেশের বাইরে ছবি ও বিজ্ঞাপনের শুটিং নিয়েই ব্যস্ত থাকবেন। তাই সব মিলিয়ে ভাগ্যদেবী নতুন বছরে যেন বেশ ভালভাবেই ভর করেছে দীপিকার ওপর। আর ক্যারিয়ারের ক্ষেত্রে ২০১৩ সালটি হয়তো দীপিকার জন্য বেশ স্মরণীয় একটি বছর হয়েই ধরা দিতে যাচ্ছে।