বার্তা৭১ ডটকমঃ অবশেষে বছর শেষের দিনে পাঠকদের পূর্ণ সমর্থনে সাঙ্গ হল ‘সেরার শিরোপা’-র ভোটদান পর্বটি! ফলাফল কি অনুমেয়? ধোঁয়াশা সরিয়ে স্পষ্টভাবে বলে দেওয়াই যায় যে ২০১২-র সেরা বাংলা ও হিন্দি ছায়াছবি যথাক্রমে ‘ভূতের ভবিষ্যত’ ও ‘কহানি’। সেরা বাঙালি নায়িকা ‘হেমলক সোসাইটি’ ছবির সৌজন্যে কোয়েল মল্লিক; একটুর জন্য ‘ভূতের ভবিষ্যত’-এর কদলীবালা স্বস্তিকা মুখোপাধ্যায়কে পিছনে ফেলে! সেরা বাঙালি নায়ক ওই একই ছবির জন্য পরমব্রত চট্টোপাধ্যায়। আর বছর সেরা যৌনপ্রতিমা? সবাইকে বাজিমাত করে ‘জিসম ২’ ছবির জন্য সানি লিওন! অবশ্য ক্যাটরিনা কইফ আর করিনা কপূর-কে যে তিনি একেবারে কান ঘেঁষে পিছনে ফেলে দিয়েছেন, সে কথা স্বীকার না-করলে অন্যায় হবে। আমাদের এই গ্যালারিতে রইল সেই সেরা এবং রানার্স আপ ছবি।