বার্তা৭১ ডটকমঃ অসত্য বক্তব্যের দায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বুধবার তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন লিগ্যাল নোটিশটি পাঠান।
নোটিশে বলা হয়, গত পহেলা ডিসেম্বর বিকালে মৌলভীবজারে প্রধানমন্ত্রী তার ভাষণে তারেক রহমান সম্পর্কে অসত্য বক্তব্য দিয়েছেন। নোটিশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ২৮ দিনের মধ্যে ক্ষমা চেয়ে ওই বক্তব্য প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, বুধবার দুপুরে রেজিস্ট্রি ডাক ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রধানমন্ত্রী কার্যালয়ের ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, গত ১ ডিসেম্বর বিকালে প্রধানমন্ত্রী মৌলভীবজারে এক সমাবেশে বলেছেন, খালেদা জিয়া বলেছেন তার ছেলেরা নাকি সৎ জীবন যাপন করে। যেদিন তিনি এ কথা বলেছেন সেদিনই তার ছেলেদের মানিলন্ডারিংয়ের টাকা দেশে ফেরত এসেছে। এ মামলা আওয়ামী লীগ সরকার করেনি। মামলা হয়েছে আমেরিকার কোর্টে। এই এলাকার অনেকে প্রবাসে থাকেন।
আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন তার ছেলে লন্ডনের কোন এলাকায় থাকে। কি গাড়ী ব্যবহার করে। কি রকম বিলাসবহুল জীবন যাপন করছে। কোথা থেকে এ টাকা আসে। দুর্নীতি ছাড়া এতো টাকা কোথা থেকে আসে।”
মাহবুব উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর এই বক্তব্য অসত্য। তারেক রহমানের বাংলাদেশের বাইরে কোনো সম্পদ নেই।