বার্তা৭১ ডটকমঃ রাজধানীর বায়তুল মামুর সাইন্স ল্যাব মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বুধবার সকাল পৌনে ১১টায় মার্কেটের হাজি এডিশন নামে একটি কাপড়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
দমকল বাহিনীর দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল বাহিনীর কর্মীরা জানায়, এতে হাজি এডিশন দোকানসহ দু’টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুন লাগার সাথে সাথেই দোকানের কর্মচারীরা মালপত্র সরিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তারা।