ঢাকা, ২ জানুয়ারি,বার্তা৭১ ডটকমঃ সভাপতিম-লীর দুটি পদ এবং পরিবেশ সম্পাদকের পদ শূন্য রেখে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে বুধবার রাত সোয়া ৮টায় আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম কমিটি ঘোষণা করেন।
সভাপতিম-লী থেকে বাদ পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। তাদের রাখা হয়েছে উপদেষ্টা পরিষদে। এর বাইরে সভাপতিম-লীর দু’টি পদ খালি রাখা হয়েছে। শিগগিরই তাদের নাম ঘোষণাা করা হবে বলে জানানো হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতিম-লীর অন্য সদস্যরা হলেন সৈয়দা জোহরা তাজউদ্দিন, সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, আব্দুল লতিফ সিদ্দিকী এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, কাজী জাফরউল্লাহ, সতিশ চন্দ্র রায়, এডভোকেট সাহারা খাতুন এমপি, ওবায়দুল কাদের এমপি।
যুগ্ম-সাধারণ সম্পাদকগণ হলেন, মাহবুব-উল-আলম হানিফ, ডা. দিপু মনি এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি।
এছাড়াও অর্থ পরিকল্পনা সম্পাদক আফম মোস্তফা কামাল এমপি, আন্তর্জাতিক সম্পাদক ড. শিরিন শারমিন চৌধুরী এমপি, আইন সম্পাদক আব্দুল মতিন খসরু এমপি, কৃষি ও সমবায় ড. আব্দুর রাজ্জাক এমপি, তথ্য ও গবেষণা এডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ ফরিদুন্নাহার লাইলী এমপি, দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল মান্নান খান এমপি, ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, প্রচার প্রকাশনা ড. হাছান মাহমুদ এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি স্থপতি ইয়াফেস ওসমান, মহিলা সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা এমপি, যুব ও ক্রীড়া দেওয়ান শফিউল আরোফিন টুটুল, শিক্ষা ও মানব সম্পদ নুরুল ইসলাম নাহিদ এমপি, শিল্প ও বাণিজ্য লে. কর্নেল ফারুক খান এমপি, শ্রম ও জনশক্তি হাবিবুর রহমান সিরাজ, সংস্কৃতি আসাদুজ্জামান নূর এমপি, স্বাস্থ্য ও জনসংখ্যা ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসোন, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন সিরাজ, বিএম মোজাম্মেল হক এমপি, আফম বাহাউদ্দিন নাছিম, বীর বাহাদুর এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ এমপি।
আগের কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আবুল হোসেনকে নবগঠিত এই কমিটিতে কোনো পদ দেয়া হয়নি। পদ্মা সেতু দুর্নীতির বিতর্কের কারণে তাকে রাখা হয়েছে কমিটির বাইরে।
উপ-দপ্তর সম্পাদক করা হয়েছে মৃণাল কান্তি দাস ও উপ-প্রচার সম্পাদক অসিম কুমার উকিলকে।
কোষাধ্যক্ষ করা হয়েছে এইচএম আশিকুর রহমান এমপিকে।
এছাড়া কেন্দ্রীয় কার্যনির্বাহী নতুন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে নবনির্বাচিত সংসদ সদস্য সিমিন হোসেন রিমিসহ সাতজনকে।
পার্লামেন্টারি বোর্ডে শেখ হাসিনার সঙ্গে থাকছেন সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি, সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, কাজী জাফর উল্লাহ এমপি, আব্দুল জলিল এমপি, ওবায়দুল কাদের এমপি, সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, প্রয়েসর ড. আলাউদ্দিন আহমেদ।
এছাড়াও ৩৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদেরও নাম ঘোষণা করা হয়েছে।
গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হয়। সেদিন কাউন্সিলে শুধু সভাপতি পদে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ আশরাফুল ইসলাম সর্বস্মতভাবে নির্বাচিত হন।
এছাড়া নবগঠিত ১২০ সদস্যের উপ-কমিটির ৬৬ সদস্যের তালিকাও প্রকাশ করেছে। শূন্য ৫৪ সদস্য পর্যায়ক্রমে কমিটিতে সংযুক্ত করা হবে বলে জানান সৈয়দ আশরাফুল ইসলাম।