বার্তা৭১ ডটকমঃ গাড়ি পোড়ানো ও অগ্নিসংযোগের মামলায় ফের গ্রেফতার দেখিয়ে (শ্যোন এরেস্ট) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আবারো এই দুটি মামলায় ১৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। মতিঝিল থানার উপপরিদর্শক আজিজুল হক এবং সূত্রাপুর থানার উপপরিদর্শক হেকমত আলী বৃহস্পতিবার গ্রেফতারের আবেদন করেন।
এদিকে বুধবার হাইকোর্ট থেকে দুটি মামলায় ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেলেও এ দুটি মামলার কারণে মির্জা ফখরুল সহসা মুক্তি পাচ্ছেন না বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তাকে গ্রেফতারের জন্য আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
মির্জা ফখরুলের গ্রেফতার আবেদন করার পরপরই মতিঝিল থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের এবং সূত্রাপুর থানায় ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। রিমান্ড শুনানির দিন ৮ জানুয়ারি ধার্য করা হয়েছে।
গত বুধবার রাজধানীর পল্টন ও শেরেবাংলা নগর থানার আলাদা দুটি মামলায় হাইকোর্ট থেকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান মির্জা ফখরুল।