বার্তা৭১ ডটকমঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের সঙ্গে স্কাইপি কথোপকথনের সময় ট্রাইব্যুনাল ও সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কটাক্ষ করায় আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের বিরুদ্ধে স্যুয়োমটো জারি করেছে ট্রাইব্যুনাল।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার স্যুয়োমটো জারি করে জানতে চেয়েছেন, কেন এই ঘটনায় বেলজিয়াম প্রবাসী এ ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।
আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসে এসে কারণ দর্শাতে আহমেদ জিয়াউদ্দিনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ১৪ ফেব্রুয়ারির মধ্যে যথাযথ কর্তৃপক্ষকে এ বিষয়ের নথিপত্র ট্রাইব্যুনালে জমা দিতে নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, গত বছরের শেষদিকে আলোচ্য স্কাইপি কথোপকথন প্রকাশিত হওয়ার জের ধরে পদত্যাগ করেন বিচারপতি নিজামুল হক। এরপর এ বিষয়ে গত কয়েকদিন ধরে দু’টি ট্রাইব্যুনালে শুনানি চলছে।