৩ মে বৃহস্পতিবার ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। জাতিসংঘ কর্তৃক ঘোষিত দিবসটি ১৯৯৩ সালে প্রতিবছর পালিত হয়ে আসছে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘সামাজিক পরিবর্তনে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য’।
দিবসটি উপলক্ষে সরকারী, বেসরকারী বিভিন্ন সংগঠন নানান কর্মসূচী হাতে নিয়েছে। এ উপলক্ষে আগামীকাল সকালে সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র সাহাবাগস’ জাতীয় জাদুঘরের সামনে ৬ দফা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেছে।
এ ছাড়া বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, দেশের ১৪টি কমিউনিটি রেডিও স্টেশন একযোগে স্ব-স্ব এলাকায় ‘সামাজিক পরিবর্তনে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য: শুরু হলো কমিউনিটি রেডিও’র পদযাত্রা’ শিরোনামে সংবাদ সম্মেলন করবে।