বার্তা৭১ ডটকমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষি বিজ্ঞানীদের নিত্য নতুন প্রযুক্তি উদ্ভাবনের তাগিদ দিয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও এলামনাই পুনর্মিলনী-২০১২ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি কৃষি বিজ্ঞানীদের এই তাগিদ দেন।
প্রধানমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব সময় কাজ করে যাচ্ছে।
এর আগে প্রধানমন্ত্রী ক্যাম্পাসে নবনির্মিত বঙ্গবন্ধু স্মৃতি ভাস্কর্য চত্বরের উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ছিলেন।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে অবতরণ করে। দুপুরে প্রধানমন্ত্রী মাসকান্দা এলাকায় নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধন করেন।
বিকালে সার্কিট হাউস মাঠে প্রধানমন্ত্রী জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা আওযামী লীগ সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান এমপি। জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট নেতারা বক্তব্য রাখবেন।