ঢাকা, ৩ জানুয়ারি: আরেক দফা বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার মধ্যরাত থেকে নতুন এ দাম কার্যকর হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অকটেন লিটার প্রতি পাঁচ টাকা বাড়িয়ে ৯৯ টাকা করা হয়েছে। পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে লিটার প্রতি ৯৬ টাকা। ডিজেল ও কেরোসিনে সাত টাকা বাড়িয়ে প্রতি লিটারের দাম ৬৮ টাকা করা হয়েছে।
এর আগে ২০১১ সালের ৩১ ডিসেম্বর সর্বশেষ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল।
এদিকে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের দাম বৃদ্ধি হলে পরদিনই হরতালের ঘোষণা দিয়েছিল বিএনপি। এছাড়া জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত গণসংযোগ ও পথসভার কর্মসূচি পালন করছে বাম সংগঠনগুলো। বৃহস্পতিবার থেকে এ কর্মসূচি শুরু হয়েছে।