ঢাকা, ০৪ জানুয়ারি, বার্তা৭১ ডটকমঃ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ছাত্রলীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু করে বাংলাদেশ ছাত্রলীগ। এর পর ফুটপাথে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন সংগঠনটির নেতারা ।
শুক্রবার সকাল ৭টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ছাত্রলীগ। সকাল ১১টায় ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ এবং র্যালির আয়োজন করা হয়েছে।
এছাড়াও কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনাসভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেরণা ও পৃষ্ঠপোষকতায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়।