ঢাকা, ৪ জানুয়ারি,বার্তা৭১ ডটকমঃ আমেরিকার ধনীদের কর ফাঁকি দিতে সহযোগিতা করার অভিযোগে দ্বায়ী করা হল সুইজারল্যান্ডের সবচেয়ে প্রাচীন ব্যাংককে। নিউইর্য়কের একটি আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার ফলে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংকটি। খবর বিবিসির।
অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৭৪১ সালে প্রতিষ্ঠিত সুইজারল্যান্ডের ভেগলিন নামের ব্যাংকটি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষকে ৫৮০ লাখ ডলার জরিমানা দিতেও রাজি হয়েছে।
তবে ব্যাংকটি বলছে সম্পূর্ণ জরিমানার অর্থ দিয়ে দিলে ব্যাংক হিসেবে তারা তাদের কার্যক্রম আর চালিয়ে নিতে পারবে না। সেক্ষেত্রে সুইজারল্যান্ডের সবচেয়ে প্রাচীনতম ব্যাংকটির অপমৃত্যু ঘটবে।
মার্কিন কর্তৃপক্ষ বলছে, আমেরিকার ১০০ জন ধনী ব্যক্তিকে প্রায় ১০ বছর ধরে মোট ১২০ কোটি ডলার কর ফাঁকি দিতে সাহায্য করেছিল ব্যাংকটি।
ব্যাংকের একজন কার্যনির্বাহী অংশীদার ওটো ব্রুডেরার বলেন, তারা বিশ্বাস করেন যে তাদের পূর্বের কার্যক্রম ‘ভুল’ ছিল।
উল্লেখ্য, ভেগলিন ব্যাংকটি সুইজারল্যান্ডের ছোট্ট শহর গালেনে অবস্থিত। এটিই প্রথম বিদেশী ব্যাংক যেটি মার্কিন যুক্তরাষ্ট্রে করফাঁকির অপরাধে দোষীসাব্যস্থ হল।