কুমিল্লা, ৪ জানুয়ারি,বার্তা৭১ ডটকমঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার সকাল সোয়া ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ফাঁড়ি ময়নামতি ক্রসিংয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, কুমিল্লার চৌদ্দগ্রামের হাড়িসরদার এলাকায় একটি পিকনিক বাসের সঙ্গে বিপরীত মুখ থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনা স্থলেই চারজন নিহত হন ও আহত হন ১৫ জন। হাসপাতালে নেওয়ার পথে আরো একজন নিহত হন।