বার্তা৭১ ডটকমঃ আজ ঢাকার আর্মি স্টেডিয়ামে মোবাইল সেট কোম্পানি নকিয়া আয়োজিত কনসার্টে অংশ নেবেন উপমহাদেশের মিউজিক সেনসেশন সুনিধি চৌহান। সামপ্রতিক সময়ে বলিউডের বিভিন্ন ছবিতে গাওয়া তার জনপ্রিয় গানগুলোই তিনি কনসার্টে পরিবেশন করবেন বলে জানা গেছে। এর আগেও দুটি কনসার্টে অংশ নিতে দু’বার ঢাকায় এসেছেন সুনিধি। তবে এবারই প্রথমবারের মতো ঢাকার স্টেডিয়ামে কনসার্ট করছেন তিনি। তাই স্বাভাবিকভাবেই এ কনসার্টটির প্রতি বাংলাদেশের দর্শকদের আগ্রহ ও কৌতূহল বেশি। এদিকে সুনিধির পাশাপাশি বাংলাদেশের শিল্পী ডিরকস্টার শুভ গান গাইবেন এ কনসার্টে। কনসার্ট শুরু হবে সন্ধ্যা সাড়ে ৫টায়। বর্তমানে কনসার্টের বিজ্ঞাপন ও টিভিসি প্রচারও চলছে জোরেশোরে। নির্দিষ্ট নকিয়া সেট ক্রয়ে এই কনসার্টের টিকিট ফ্রিও পাওয়া যাচ্ছে।