বার্তা৭১ ডটকমঃ বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার মতে, আসন্ন ‘মাটরু কি বিজলী কা মানডোলা’ সিনেমাটির বিজলী চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা তার জন্য কষ্টসাধ্য ছিল। এমনকি মানসিকভাবেও কিছুটা ভেঙে পড়েছিলেন তিনি। আনুশকা বলেন, এ পর্যন্ত আমি যত চরিত্রে অভিনয় করেছি সবক’টিই অত্যন্ত সাহসী নারী চরিত্র ছিল। আর তাই চরিত্রগুলো হালকাভাবে নেয়ার মতো ছিল না। তবে আমার অভিনীত অন্যতম কঠিন চরিত্র হলো বিজলী। তিনি আরও বলেন, চরিত্রটি এমন একটি
মেয়ের, যে বলে একটা কিন্তু বোঝায় আরেকটা। দুটির মধ্যকার বিষয়টি বুঝে নিতে হবে। সম্পূর্ণ বিপরীতমুখী দুটি বিষয় নিয়ে কাজ করতে হয়েছে আমাকে। বিজলী চরিত্রটির সঙ্গে স্বাভাবিকভাবে খাপ খাওয়ানো আমার জন্য সহজ ছিল না। তিনি আরও বলেন, মানসিকভাবে আমি কিছুটা ভেঙে পড়েছিলাম। তবে আনুশকা জানান, এ সিনেমায় অভিনয়ের বদৌলতে অনেক কিছু শিখতে পেরেছেন তিনি। বিশাল ভরদ্বাজ পরিচালিত সিনেমাটি ১১ই জানুয়ারি মুক্তি পাবে। আনুশকা শর্মা ছাড়াও ওই সিনেমায় অভিনয় করেছেন ইমরান খান ও পঙ্কজ কাপুর।