ঢাকা,বার্তা৭১ ডটকমঃ আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যরা ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রথমে দলের সভাপতি শেখ হাসিনা পুস্পস্তবক অর্পণ করেন। এরপর নবগঠিত কমিটির ৬৯ জন সদস্যসহ উপকমিটির ৬৬ সদস্য প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের ১৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ওইদিন কাউন্সিলে শুধু সভাপতি পদে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ আশরাফুল ইসলাম সর্বসম্মতিক্রমে পুনর্নির্বাচিত হন।
এরপর গত বুধবার রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমণ্ডিস্থ কার্যালয়ে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে ৬৯ জনের কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।