চট্টগ্রাম,বার্তা৭১ ডটকমঃ: বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও সাধারণ সম্পাদক এমএ সালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৫ ডিসেম্বর উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতারা সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে সভাপতি এবং এমএ সালামকে সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত করেন। এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নাম ঘোষণা করা হয়।
ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে ৯ জনকে সহ সভাপতি করা হয়েছে। তারা হলেন-এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, নুরুল আলম চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন, জিতেন্দ্র প্রসাদ নাথ মন্টু, অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী, বদিউল আলম তালুকদার, আকরাম খান দুলাল, কাজী আবদুল ওহাব ও সিরাজউদ্দৌলা চৌধুরী।
যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে আছেন-আবুল কালাম আজাদ, মোঃ জসিম উদ্দিন ও ইউনুস গণি চৌধুরী। সাংগঠনিক সম্পাদক হয়েছেন তৌহিদুল আলম বাবু, নূরুল আনোয়ার চৌধুরী বাহার ও দেবাশীষ পালিত।
কোষাধ্যক্ষ পদ পেয়েছেন এহছানুল হায়দার চৌধুরী বাবুল।
আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ভবতোষ নাথ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মুহাম্মদ আলী শাহ, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ হারুণ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুর রহমান মিতা, দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবলু, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ শাহজাহান সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন শাহ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রুহেল, মহিলা বিষয়ক সম্পাদক সুরাইয়া বাকের, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবুল কাশেম চিশতী, যুব ও ক্রীড়া সম্পাদক জাফরুল্লাহ টিটু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ ফখরুল আনোয়ার চৌধুরী, শ্রম সম্পাদক নুর আহম্মদ, সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ইদ্রিস আজগর চেয়ারম্যান, উপ দপ্তর সম্পাদক আলাউদ্দিন সাবেরী, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মুজিবুল হক।
এছাড়া নতুন কমিটিতে ৩৪ জনকে সদস্য করা হয়েছে। তারা হলেন-খুরশীদ আলম আজাদ, মহিউদ্দিন আহাম্মদ রাশেদ, কাইয়ূম নিজামী, আবুল বশর, মোঃ গিয়াস উদ্দিন, ডা. শেখ শফিউল আজম, এটিএম পেয়ারুল ইসলাম, নূরুল আলম, অধ্যাপক শওকত হোসেন, আনোয়ারুল হক চৌধুরী বাবুল, মোঃ নূরুল হুদা, মনজুরুল আলম চৌধুরী, মো. ইউনূস, দিদারুল আলম বাবুল, ডা. মো. মোস্তফা, দিদারুল আলম চেয়ারম্যান, আলহাজ্ব ফোরকান আহম্মেদ, ইফতেখার হোসেন বাবুল, ড.মাহমুদ হাসান, আলহাজ্ব জাফর আহম্মেদ, এস এম শফিউল আজম, শওকত আলম, শাহনেওয়াজ চৌধুরী, কাজী মো.ইকবাল, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, অ্যাডভোকেট আবুল হাশেম, নজরুল ইসলাম, মো. শাহজাহান, মো. রুস্তম আলী চেয়ারম্যান, মো.ইদ্রিস, খাদিজাতুল আনোয়ার সনি, এস এম বাকের, মোঃ লেয়াকত চৌধুরী ও ফজলুল কাদের।