ঢাকা, ৪ জানুয়ারি,বার্তা৭১ ডটকমঃ: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দলীয় নেতা যাদের বাঁচাতে চেষ্টা করছেন তাদের হাতের তার খারাপ পরিণতি হবে। তিনি বলেন, একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বাঁচানোর অনেক চেষ্টা চলছে, কিন্তু তাদের বাঁচানো যাবে না। যারা একাত্তরে হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ করেছিলো সেই বিষধর সাপকে বাঁচানোর জন্য বিরোধী দলের নেত্রী এখন সাপের ঝাঁপি মাথায় নিয়ে চলছেন।
বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, “এই বিষধর সাপের ঝাঁপি মাথায় নিয়ে বিরোধী দলের নেত্রী যতই চিৎকার করুক, সাপকে বাঁচাতে পারবেন না। আমি বিরোধী দলের নেত্রীকে বলবো- ওঝা মরে সাপের কামড়ে। যে সাপের ঝাঁপি মাথায় নিয়ে উনি চলেছেন, সেই সাপ তার জন্যই ভয়ঙ্কর বিপদ হবে।”
প্রধানমন্ত্রী ছাত্রলীগের নেতাকর্মীদের ত্যাগের মানসিকতায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “অর্থ সম্পদের মোহ পেয়ে বসলে কোনো দিনও কেউ দাঁড়াতে পারে না। যে কোনো সংকটের মুহূর্তে সাহসী সিদ্ধান্ত নিতে পারে না। সম্পদের মোহে পিছু টান থাকলে হয় না। রাজনৈতিক নেতা ব্যর্থ হয় তখনই, যখন সম্পদের পিছু টান থাকে।”
ছাত্রলীগের নেতাকর্মীদের তিনি আরও বলেন, “জনগণের কীভাবে উপকারে আসা যায়, দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে চিন্তা করতে হবে। নীতিহীন রাজনীতি জনগণকে কিছুই দিতে পারে না।”