বার্তা৭১ ডটকমঃ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা রোববারের হরতালের আগেরদিন শনিবার বিকেলে রাজধানীর আজিমপুর ও রমনায় দু’টি বাসে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা।
বিকেল ৪টার দিকে প্রায় একই সময়ে দুই স্থানে এ আগুন দেয়ার ঘটনা ঘটে।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, আজিমপুর পলাশি মোড়ের পাশে দুষ্কৃতকারীরা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়। ৪টা ২৫ মিনিটের দিকে দমকল বাহিনীর একটি টিম গিয়ে সেখানে আগুন নিভিয়ে ফেলে। প্রায় একই সময়ে রমনায় ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনের সামনে একটি বাসে আগুন দেয় দুষ্কৃতকারীরা। এতে বাসটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে।
শাহবাগ থানা পুলিশের ধারণা, রোববার বিএনপির হরতালের সমর্থনে পিকেটাররা এ কাজ করে থাকতে পারে।