ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়ির সামনে একটিসহ ক্যাম্পাসে শনিবার সন্ধ্যায় পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। সন্ধ্যা সোয়া ৫টা থেকে পৌনে ৬টার মধ্যে এই হাতবোমাগুলোর বিস্ফোরণ ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী জানিয়েছেন।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের আগের দিন এই বিস্ফোরণগুলো ঘটানো হয়েছে। তবে কারা তা ঘটিয়েছে, তা জানা যায়নি। আধুনিক ভাষা ইনস্টিটিউটের সামনে একটি, রোকেয়া হলের কাছে একটি এবং এস এম হলের কাছে অন্য দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
কে বা কারা এগুলোর বিস্ফোরণ ঘটিয়েছে- জানতে চাইলে তিনি বলেন, “আমরা কাউকে ধরতে পারিনি এবং কারা ফাটিয়েছে, তা দেখতেও পারিনি। যাওয়ার পথে কেউ ছুড়ে মেরে যেতে পারে।”
বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে, বলেন তিনি।