ঢাকা,বার্তা৭১ ডটকমঃ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা রোববারের হরতালের আগেরদিন শনিবার রাজধানীতে পাঁচটি গাড়িতে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা।
এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে ৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।
রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের সামনে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে একটি মাইক্রোবাসে আগুন দেয় দুষ্কৃতকারীরা। তবে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলামোটর এলাকায় বিআরটিসির একটি দোতলা বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজগাঁও পলিটেকনিক্যাল কলেজের সামনে একটি প্রাইভেট কার পোড়ানো হয়।
এর আগে বিকেল ৪টার দিকে রাজধানীর আজিমপুর ও রমনায় দু’টি বাসে আগুন দেয় দুষ্কৃতকারীরা।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আজিমপুর পলাশী মোড়ের পাশে দুষ্কৃতকারীরা একটি বাসে আগুন দেয়। ৪টা ২৫ মিনিটের দিকে দমকল বাহিনীর একটি টিম গিয়ে সেখানে আগুন নিভিয়ে ফেলে। প্রায় একই সময়ে রমনায় ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনের সামনে একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুষ্কৃতকারীরা। এতে বাসটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পরে দমকল বাহিনী গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
এছাড়া সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মধ্যবাড্ডা লুৎফুন টাওয়ারের সামনে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। বাড্ডা থানার উপপরিদর্শক সৌমেন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।
মিরপুর-১ এ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বাসে আগুন দেয়ার চেষ্টা করলে এক যুবককে আটক করে পুলিশ। মিরপুরের উপ-কমিশনার ইমতিয়াজ বার্তা ৭১ কে এ খবর নিশ্চিত করেন।
শাহবাগ থানা পুলিশের ধারণা, রোববার বিএনপির হরতালের সমর্থনে পিকেটাররা এ কাজ করে থাকতে পারে।
ককটেল বিস্ফোরণ
সন্ধ্যা ৭টার দিকে মৌচাক মোড়ে একটি ও ৮টার দিকে মগবাজারে ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় ককটেল নিক্ষেপ করেই একটি ছেলে দৌড়ে পালিয়ে যায়।
এছাড়া মহাখালীর আমতলী এলাকায় রাত পৌনে ৮টার দিকে ২টি ও পুলিশ বক্সের সামনে ২টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
অন্যদিকে সন্ধ্যা ৬টার দিকে সবুজবাগ থানার ৫/১/ই দক্ষিণ রাজারবাগের একটি ভবনের ছাদে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত ২ জনকে আটক করে পুলিশ। এছাড়া পুলিশ ওই বাড়ির মালিককেও আটক করে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
রাত আটটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের সামনে দেখা গেছে, রাস্তায় ছাত্রলীগের কর্মীরা র্যাব সদস্যদের সামনে চেকপোস্ট বসিয়ে পথচারীদের তল্লাশি করছেন।