ঢাকা, ৬ জানুয়ারি,বার্তা৭১ ডটকমঃ : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম।
এদিকে হরতালের আগেই রাজধানী উত্তপ্ত হয়ে ওঠেছে। শনিবার বিকালে রাজধানীর রমনা, আজিমপুর, মিরপুর, তেজগাঁও, সাইন্সল্যাব, গুলশান এলাকায় ছয়টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, হরতালের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে।
বৃহস্পতিবার রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়। ওই রাতেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলীয় নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। ওই বৈঠকে রোববার হরতাল ডাকার সিদ্ধান্ত হয়।
হরতালের বিষয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে তরিকুল ইসলাম বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল আছে। যতটুকু জেনেছি, বর্তমানে জ্বালানি তেলের যে মূল্য রয়েছে, তাতে সরকারের লাভ হচ্ছে। নতুন মূল্য নির্ধারণ করায় আরও লাভ হবে।
তিনি আরও বলেন, আমরা হরতাল দিতে চাইনি। সাধারণ মানুষ, কৃষক ও সামষ্টিক অর্থনীতির স্বার্থে আমরা সরকারের অগণতান্ত্রিক ও স্বৈরাচারি সিদ্ধান্তের প্রতিবাদে হরতাল আহ্বান করেছি।