জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে ঐ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পৌনে ১টায় অধ্যাপক নাসিম আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, উপাচার্যের পদত্যাগের সুস্পষ্ট দাবি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। তিনি (প্রধানমন্ত্রী) রাষ্ট্রপতির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলেছেন। এ ব্যাপারে তিনি আস্থা রাখার অনুরোধ করেছেন, যোগ করেন নাসিম আক্তার। তবে আন্দোলন স্থগিত করবেন কি না জানতে চাইলে আন্দোলনরত শিক্ষকদের এই নেতা বলেন, আমরা ক্যাম্পাসে ফিরে আলোচনা করব। আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেব। তারপর সিদ্ধান্ত নেব, কি করা যায়।
উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগ দাবিতে জাবিতে সাংস্কৃতিক জোট এবং শিক্ষকরা মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশন শুরু করেছে।