রংপুর,বার্তা৭১ ডটকমঃ: রংপুর বিভাগের ৮ জেলায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের ডাকা আধাবেলা হরতাল চলছে।
সোমবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল চলবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, বিরোধীদলের সব নেতাকর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।
এদিকে বিভাগের ৮ জেলায় হরতালে সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তবে সড়ক- মহাসড়কে টায়ার জ্বালিয়ে নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখা গেছে।
শহরগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটাররা তৎপর ছিলো। সকাল থেকেই শহরের দোকান- পাট বন্ধ রাখে ব্যবসায়ীরা।
হরতাল চলাকালে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। তবে ট্রেন চলাচল ছিলো স্বাভাবিক।
উল্লেখ্য গত কয়েকদিন থেকে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে উত্তপ্ত হয়ে ওঠে রংপুর। প্রতিদিনই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল, কৃষকদল আলাদাভাবে কর্মসূচি পালন করেছে।
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তি না দিলে রংপুরে লাগাতার কঠোর কর্মসূচি দেয়া হবে।
একই ঘোষণা দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুন্নবী ডন এবং জেলা ছাত্রদলের সভাপতি জহির আলম নয়ন।