বার্তা৭১ ডটকমঃ: রাজধানীর মিরপুরে শিশু সালমান সামী হত্যা মামলায় ৩ আসামির ফাঁসির আদেশ দিয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এরা হলো- মোঃ রাকিব, সৈকত খান ও জানে আলম। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় পারভেজ চৌধুরীকে খালাস দেয়া হয়েছে।
সোমবার দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ মোতাহার হোসেন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিদের কারাগার থেকে আদালতে আনা হয়।
গত বছর ২৭ মে পূর্বশত্রুতার জের ধরে আসামিরা সালমান সামীকে (৯) পেয়ারা খাওয়ানোর লোভ দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা সামীকে দারুস সালাম থানার টালিবাড়িতে লুকিয়ে রেখে রাত সাড়ে ৮টার দিকে হাত-পা বেঁধে গলাটিপে হত্যা করে বস্তায় ভরে কাউন্দিয়া এলাকায় নদীতে ফেলে দেয়।
এ ঘটনায় নিহতের পিতা মোঃ হোসেন ঘটনার ৩ দিন পর ৩০ মে ঢাকার দারুস সালাম থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটি তদন্ত করে ১৭ অক্টোবর ডিবির পুলিশ পরিদর্শক এ বি সিদ্দিক আসামিদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় মোট ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য নেয় আদালত। প্রাপ্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারক ৩ জনের ফাঁসির আদেশ এবং একজনকে খালাস দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় সহায়তা করেন বিশেষ পিপি এস এম রফিকুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন শরফুদ্দিন মুকুল। রায় ঘোষণার পর দ-প্রাপ্ত আসামিরা কান্নায় ভেঙে পড়েন।