বার্তা৭১ ডটকমঃ: ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস ভিসা সহায়ক কর্মসূচি হাতে নিয়েছে। ৬ জানুয়ারি থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে করে নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন বিদেশ সফরকারীদের আরেকবার কনস্যুলার কর্মকর্তার সঙ্গে সাক্ষাতকারে অংশগ্রহণ করতে হবে না। এই সহায়ক কর্মসূচির লক্ষ্য হলো নিরাপত্তার সঙ্গে সমঝোতা করা ছাড়াই যোগ্য বিদেশযাত্রীদের জন্য অপেক্ষার সময় উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা।
এই নতুন উদ্যোগের আওতায় নির্দিষ্ট কিছু ক্ষেত্রে যেসব যোগ্য বিদেশ সফরকারী তাদের পূর্ববর্তী ভিসা আবেদনের সময় সাক্ষাতকারে অংশগ্রহণ করেছিলেন ও পুঙ্খানুপুঙ্খভাবে তাদের ব্যাপারে তদন্ত করা হয়েছিলো তারা তাদের ভিসা আরেকটি সাক্ষাতকার ছাড়াই নবায়ন করাতে সক্ষম হবেন। যোগ্য নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারী তাদের পূর্ববর্তী ভিসার মেয়াদ শেষ হওয়ার ৪৮ মাসের মধ্যে একই শ্রেণীর আওতাভূক্ত ভিসা নবায়ন করতে চাইলে এই সহায়ক কর্মসূচিটি কনস্যুলার কর্মকর্তাদের সাথে সেই আবেদনকারীদের সাক্ষাতকার ছাড়াই ভিসা নবায়ন করার ক্ষমতা প্রদান করে। ঢাকায় পর্যটক (বি২) ও নির্দিষ্ট কিছু ব্যবসায়িক যাত্রী (বি১) ভিসা সাক্ষাতকার ছাড়াই বাড়ানো যাবে।
এতে করে আবেদনকারীদের সময় ও অর্থের ব্যয় কমবে এবং তারা আবারো যুক্তরাষ্ট্র গমনে অনুপ্রাণিত হবে। তবে এই সহায়ক কর্মসূচি কোন আবেদনকারীকে সাক্ষাতকারে অংশগ্রহণ না করার অধিকার বা নিশ্চয়তা প্রদান করে না। কনস্যুলার কর্মকর্তারা যদি মনে করেন যে কোনো আবেদনকারীর সাক্ষাতকার নেয়ার প্রয়োজন আছে, তাহলে তারা এমন যে কোনো আবেদনকারীর সাক্ষাতকার নেয়ার অধিকার রাখেন।