বার্তা৭১ ডটকমঃ: পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সৌদি আরব যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে চাপ সৃষ্টি করছে বলে চিহ্নিত একটি মহল অপপ্রচার চালাচ্ছে। মঙ্গলবার সকালে হোটেল সোনারগাঁওয়ে সৌদি আরবের শুরা কাউন্সিলের স্পিকার ড. শেখ আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আলী আল শেখের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
দীপু মনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে সৌদি আরবের কোনো আপত্তি নেই। কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে দেশটি হস্তক্ষেপ করে না।
তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে সৌদিতে যাওয়া শ্রমিকদের আকামা পরিবর্তন প্রক্রিয়াধীন রয়েছে। সৌদি আরবে জনশক্তি রফতানি বন্ধ নেই। ২০১২ সালে সৌদিতে ২২ হাজার শ্রমিক গেছে।