বার্তা৭১ ডটকমঃ: ভয়াবহ গণধর্ষণের অভিযোগ উঠল ছত্তিসগঢ়ের কাঙ্কেরে। সেখানকার একটি হোস্টেলে ১১ জন নাবালিকাকে লাগাতার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই নাবালিকারা যে হোস্টেলে থাকে, গত দু’বছর ধরে তার চৌকিদার ও এক শিক্ষক মিলে তাদের ওপর চরম অত্যাচার চালিয়েছে বলে জানা গিয়েছে। ধর্ষিতারা আদিবাসী। অভিযুক্ত দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৭৬ (২)এর ২ বি এবং ৩৪ নম্বর ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। ওই ১১ নাবালিকারই ডাক্তারি পরীক্ষা হয়েছে। পরীক্ষায় তাদের দেহে ধর্ষণের চিহ্ন মিলেছে বলে জানানো হয়েছে। অভিযোগে তারা জানিয়েছে, এতদিন ভয়ে, লজ্জায় কাউকেই কিছু জানাতে পারেনি তারা।
শুক্রবার জেলাশাসকের কাছে খবর যাওয়ার পর ঘটনার তদন্ত শুরু হয়। জেলাশাসকের নির্দেশে মহিলা আধিকারিকরা অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু করেন। জেলাশাসকের দফতর জানিয়েছে, তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। কাঙ্কেরের অতিরিক্ত পুলিশ আধিকারিক সি.ডি ট্যান্ডন জানিয়েছেন, ২০১২-এর অগস্ট পর্যন্ত ওই নাবালিকারা বারবার ধর্ষণের শিকার হয়েছে। তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে।