জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর ক্যাম্পাসে ফিরে আন্দোলনরত শিক্ষকদের ফোরাম ‘শিক্ষক সমাজের’ আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন এক সংবাদ সম্মেলনে বলেন, “প্রধানমন্ত্রী কথায় আস্থা রেখেই আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি। আশা করছি, তিনি দ্রুত একটা সমাধান দেবেন।”
শরীফ এনামুলের কবিরের পদত্যাগ দাবিতে গত কয়েকদিন ধরে উপাচার্যের বাসভবনের সামনে অনশন করছে শিক্ষক-শিক্ষার্থীরা।
শিক্ষক সমাজের সংবাদ সম্মেলনের কয়েক মিনিট আগে সংবাদ সম্মেলন করে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের মুখপাত্র এবং জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাকিলা শারমিন বলেন, “প্রধানমন্ত্রীর আশ্বাসের ওপর আমরা শ্রদ্ধাশীল। তবে আমরা অনশন কর্মসূচি চালিয়ে যাব।”