ঢাকা : নিজের সৃষ্ট সন্ত্রাসের দ্বারাই বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী খুন হয়েছেন বলে দাবি করেছেন, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর। তিনি বলেন, ইলিয়াস আলীর লালিত সন্ত্রাসীরাই তাকে খুন করেছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত বিএনপি জামায়াতের কর্মসূচির নামে মানুষ হত্যার প্রতিবাদে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন ড. মহিউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ আলোচনা সভায় ড. মহিউদ্দিন খান আলমগীর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইলিয়াস যে সকল সন্ত্রাসীদের জম্ম দিয়েছিলেন, তারাই তাকে খুন করেছে। ওই সময় মহসিন হলের দুজন ছাত্রকে গুম করার দায়ে ইলিয়াসকে জেল খাটতে হয়েছিল।
ড. মহিউদ্দিন খান আলমগীর দাবি করেন, ইলিয়াস আলী নিজেই গুমের সাথে জড়িত ছিলেন। বিএনপি নেতা ইলিয়াস আলী ‘সন্ত্রাসী’ হিসেবে সারা দেশে নিজের পরিচয় ছড়িয়েছেন। আর ইলিয়াস আলীর গুমকে বিএনপি সমর্থন না করলে তারা সরকারের সঙ্গে এক হয়ে তাকে উদ্ধারে কাজ করতো।
ইলিয়াস আলীর গুমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আওয়ামীলীগের এ নেতা বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়। তাদের দেয়া হরতালে মানুষের জানমালের নিরাপত্তায় ব্যস্ত থাকলে আইন-শৃঙ্খলা বাহিনী কিভাবে ইলিয়াসকে খুঁজে বের করবে এ প্রশ্নও তোলেন মহিউদ্দিন খান আলমগীর।
তিনি বলেন, বিএনপি হরতালের নামে ইলিয়াস আলীকে উদ্ধারে সর্বশক্তি প্রয়োগ করে বাধা দিচ্ছে। এক ইলিয়াসকে খুঁজে বের করার জন্যে হরতাল করে ৬ জন মানুষ হত্যার অভিযোগ এনে ড. মহিউদ্দিন খান আলমগীর বলেন, ইলিয়াসের জীবনের দাম আছে, বাসচালকের জীবনের কি দাম নেই।
তিনি বলেন, হরতালের নামে মানুষ হত্যার কারণেই বিএনপি নেতারা আইনের সামনে দাঁড়াতে পারছেন না। জনরোষে পড়ে বিএনপি নেতারা গুম হয়ে গেছে এমন মন্তব্য করে মহিউদ্দিন খান আলমগীর বলেন, ‘গর্জনশীল’ মির্জা ফখরুল ইসলামসহ কোনো বিএনপি নেতাকেই মাঠে আর দেখা যাচ্ছে না।