বার্তা৭১ ডটকমঃ ৩২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার সরকারি কর্মকমিশন (পিএসসি) এ ফলাফল প্রকাশ করে। এতে ২ হাজার ৫৯২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ১ হাজার ৬৮০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দানে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আইম নেছারউদ্দিন বলেন, কমিশনের ওয়েবসাইটেও চূড়ান্ত ফলাফল পাওয়া যাচ্ছে। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে পুরুষ ৭৫৭ ও মহিলা ৯২৩ জন। যাদের কোনো পদে সুপারিশ করা হয়নি তাদের পদ খালি থাকা সাপেক্ষে বিভিন্ন নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া যেতে পারে বলে পিএসসি সুপারিশ করেছে। এছাড়া যোগ্য প্রার্থী না থাকায় প্রাধিকার কোটায় ১ হাজার ১২৫ টি পদ পূরণ করা সম্ভব হয়নি।উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পেয়েছেন ৫৩৬ জন। এ ছাড়া কৃষি সমপ্রসারণ কর্মকর্তা পদে ১০৪ জন নিয়োগ পেয়েছেন। বাকিরা বিভিন্ন পদে নিয়োগ পেয়েছেন।
এক হাজার ৪৮৯টি শূন্যপদে লোক নিয়োগ দিতে ২০১১ সালের ১৯ অক্টোবর ৩২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মোট ২৬ হাজার ৪৩৭ জন প্রার্থী আবেদন করেন। গত বছরের ৯ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ২৪ হাজার ৫৬২ জন প্রার্থী অংশগ্রহণ করেন এবং ১০ হাজার ৮০৮ জন উত্তীর্ণ হন। ১১ থেকে ১৯ জুন বিশেষ বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হন ২ হাজার ৭৮৮ জন প্রার্থী। ৩০ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ হাজার ৬৭৫ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন।