বার্তা৭১ ডটকমঃকূটনীতিক শহিদুল হককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে তিনি একই মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেছিলেন।
বৃহস্পতিবার আদেশ জারির পর আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত সচিব মোস্তফা কামালের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন শহিদুল হক।
পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর গত ২ জানুয়ারি ওই দায়িত্ব নিয়েছিলেন অতিরিক্ত সচিব মোস্তফা কামাল।
নতুন পররাষ্ট্র সচিব শহিদুল হক এর আগে সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক অভিবাসী সংস্থার ‘আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্ব’ শাখার পরিচালকের দায়িত্ব পালন করেন।
পরে গত বছরের আগস্টে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালকের দায়িত্ব দিয়ে ফিরিয়ে আনা হয়। তার কিছুদিন পরই তাকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়া হয়।
উল্লেখ্য, এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতকোত্তর করেন।
১৯৮৬ সালের পররাষ্ট্র ক্যাডারের এ কর্মকর্তা ২০০১ সাল থেকে বিশেষ ছুটিতে ছিলেন।