ঢাকা, ১০ জানুয়ারি,বার্তা৭১ ডটকমঃ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দল দেশে আবারও ওয়ান ইলেভেন আনার পাঁয়তারা করছে। তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের নামে তারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে আন্দোলন করছে।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল দেশে আবারও নৈরাজ্য সৃষ্টি করতে চায়। বিরোধী দলের সব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা হবে।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।