ইসলামাবাদ, ১১ জানুয়ারি,বার্তা৭১ ডটকমঃ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় এক জোড়া বোমা হামলায় শতাধিক নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরো শতাধিক। বৃহস্পতিবার রাতে এই হামলার ঘটনা ঘটে বলে বিবিসি সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, একটি বাজার এলাকায় প্রথম বিস্ফোরণটি ঘটে। এতে ১১ জন মারা যায়। এই ঘটনার ১০ মিনিটের মাথায় দ্বিতীয় বোমা হামলার ঘটনাটি ঘটে এক স্নুকার খেলার ভবনে। এতে বেশিরভাগ নিহত হয়। প্রথম বোমাটি আত্মঘাতী ছিল বলে পুলিশ মনে করছে।
প্রথম হামলার ঘটনাস্থলে তারা পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় হামলাটি ঘটে। ইউনাইটেড বালোচ আর্মি নামের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এই আক্রমণের দায় স্বীকার করেছে বলে জানা গেছে।
পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব আকবর দুররানি এএফপিকে বলেছেন, বোমা হামলার ঘটনাগুলো ঘটেছে শিয়া অধ্যুষিত এলাকায়।
পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী এবং গোত্র-ভিত্তিক সংঘাতে সংঘাতের ফলে সহিংসতার ঘটনা বেড়েই চলেছে।
কোয়েটায় বোমা হামলার ঘটনার আগে বৃহস্পতিবার উত্তর-পশ্চিমের সোয়াত প্রদেশের মিনগোরা শহরে এক ধর্মীয় নেতার জনসভায় বোমা হামলার ঘটনায় ২১ জন মারা যায় এবং ৬০ জন আহত হয়।