বার্তা৭১ ডটকমঃ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে। তার নাম লিটন আলী (৩৫)।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্তের ১৫৭-১১ (আর) সীমান্ত পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।
৩২ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আরমান হোসেন জানান, ভারতে অনুপ্রবেশের অপরাধে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকারপাড়া বিএসএফ ক্যাম্পের টহলদল লিটনকে ধরে নিয়ে যায়।
এদিকে, লিটনকে ফেরত চেয়ে ও পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে রামকৃষ্ণপুর বিজিবি-বিওপির অধিনায়ক হাবিলদার মওলাবঙ সরকারপাড়া বিএসএফকে চিঠি দিয়েছেন। তবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চিঠির কোনো জবাব দেয়নি বিএসএফ।