বার্তা৭১ ডটকমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। জানা গেছে, জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সমৃদ্ধিশালী করতে এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মধ্যে বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও আধুনিক উন্নত অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাবেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী তার ভাষণে যুদ্ধাপরাধীদের ব্যাপারে সরকারের কঠোর অবস্থান, বর্তমান সরকারের মেয়াদে বিচারপ্রক্রিয়া শেষ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবেন।
মহাজোট সরকারের চার বছরে অর্জিত সাফল্যের ফিরিস্তিও থাকবে তার এ ভাষণে।
সন্ধ্যা ৭টায় বিটিভিসহ অন্যান্য টেলিভিশন চ্যানেল এ ভাষণ সরাসরি সম্প্রচার করবে।